রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন যুগ্ম সচিব জাফর আহম্মদ খান

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান মারা গেছেন। শনিবার(২০ জুন) রাতে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাফর আহম্মদ খান। পরে আইসিইউর প্রয়োজন হলে তাঁকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  নীলফামারীতে পুলিশ সুপারসহ ৭ জন করোনা আক্রান্ত

সংবাদটি শেয়ার করুন