ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁশখালীতে একদিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত

মহামারি করোনায় চট্টগ্রামের বাঁশখালীতে একদিনে রেকর্ড ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের জলদী শাখার ম্যানেজার, সহকারী ম্যানেজার।

শনিবার (২০ জুন) বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ এবং ১৫ জুন মোট ৭৮ টি নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে ল্যাবে পাঠানো হয়। সেখানে ২৯ জনের করোনা পজিটিভ এসেছে শুক্রবার মধ্যরাতে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।

বাঁশখালীতে এখন পর্যন্ত মোট ৭১৯টি নমুনা সংগ্রহ করা হয় তার মধ্যে ১২০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া আক্রান্ত ৬৬ জন হোম আইসোলেশনে আছেন। চিকিৎসাবস্থায় হাসপাতালে আছেন ১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন।

এদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বাঁশখালীকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও প্রশাসনিকভাবে এখনো লকডাউন করার ঘোষণা দেওয়া হয়নি। ফলে স্বাভাবিক নিয়মেই সবকিছু চলমান।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির সব প্রচেষ্টা চালানো হচ্ছে। এ উপজেলা রেড জোনে পড়ায় এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে ৮ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তবুও পুলিশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন