ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোগিদের চিকিৎসায় কক্সবাজারে ২০ শয্যার আইসিইউ,এইচডিইউ’র উদ্বোধন

করোনা আক্রান্তদের চিকিৎসায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ২০ শয্যার আইসিইউ (ইনটেন্সিভ কেয়ার ইউনিট) বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র এবং এইচডিইউ’র (হাই ডিফেন্ডেন্সি ইউনিট) উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক সভা শেষে প্রধান অতিথি কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর উদ্বোধন করেন।

প্রাণঘাতি ভাইরাসটি কক্সবাজার জেলায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।জেলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।এরই মধ্যে কক্সবাজার জেলায় ১৯৬৫জন করোনা রোগি শনাক্ত হয়েছে।

আক্রান্তদের অনেকে কক্সবাজার সদর হাসপাতালে অক্সিজন ও আইসিইউর অভাবে শ্বাসকষ্টে মারাগেছে। এরই প্রেক্ষিতে জোরালো দাবি উঠে কক্সবাজারে আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের।

দাবির প্রক্ষিতে কক্সবাজার সদর হাসপাতালের কতৃপক্ষের প্রচেষ্টায় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ইউএনএইচসিআর’ অর্থায়নে বহু প্রতীক্ষিত ২০ শয্যার আইসিইউ, এইচডিইউ’র
পেল কক্সবাজারবাসী।

শনিবার কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল বলেন, আইসিইউ এবং এইচডিইউ কক্সবাজারবাসির দীর্ঘদিনের দাবি ছিলো। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই আমরা জরুরি ভিত্তিতে আইসিইউ এবং এইচডিইউ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যায়। এ সময় আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘ইউএনএইচসিআর’ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তিনি আরও বলেন,দেরিতে হলেও আমরা কক্সবাজারে আইসিও প্রতিষ্টা করতে পেরেছি এটিই সুখের খবর। এটি চালু হলে কক্সবাজারের মানুষের স্বাস্থ্য সেবা পূরণে অনেক ভূমিকা রাখবে। আইসিও যদি আগে প্রতিষ্ঠা করতে পারতাম, তবে হয়তো অনেক আপনজনকে রক্ষা করা সম্ভব হতো।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃকামাল হোসেন বলেন, কক্সবাজার সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ এবং ১০ শয্যাবিশিষ্ট এইচডিইউ ইউনিটের কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হল। কোভিড-১৯ প্রতিরোধে কক্সবাজারের চিকিৎসা সেবা সক্ষমতায় নতুন ধাপ সংযোজিত হল। আইসিইউ ও এইচডিইউ ইউনিট টি স্থাপন ও কার্যক্রম চালুকরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ইউএনএইচসিআর’কে।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কোভিড-১৯ মোকাবেলায় কক্সবাজারের সমন্বয়ক স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া, সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান। সভা পরিচালনা করেন জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাক্তার মো: মহি উদ্দিন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন