ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মূল্য কমায় চাহিদা বেড়েছে মৌসুমি ফলের

চলতি বছর মৌসুমি ফল অনেকটা সস্তাতেই পাওয়া যাচ্ছে। মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, তাল এসব ফলের মূল্যই গত বছরের তুলনায় অনেক কম।

ঢাকার বিভিন্ন স্থানে এবং বাজারের দোকানগুলোতে বাহারি ফলের পসরা সাজিয়ে ফল বিক্রি করছেন বিক্রেতারা। ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আম। দাম কম হওয়াতে বেশ স্বস্তিতেই ফল কিনছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, করোনার কারণে আত্মীয়দের বাসায় ফল নিয়ে যেতে পারছেন না। অনেকে বাসা থেকে বেরোচ্ছেন না, গ্রামে ছুটিতে যাচ্ছেন না। এসব কারণে মূলত চলতি বছর ফলের মূল্য কমেছে।

জানা গেছে, রাজধানীর মতিঝিল, খিলগাঁও, রেলগেট, মালিবাগ বাজার, রামপুরা সহ বিভিন্ন এলাকার বাজারগুলোতে প্রতিকেজি হিমসাগর আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। বেদানা লিচু ৩৫০ থেকে ৪০০ টাকা, বোম্বাই লিচু ২৮০ থেকে ৩০০ টাকা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন