ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বেড়েছে তিস্তার পানি, প্লাবিত ১০ গ্রাম

টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে লালমনিরহাটে তিস্তা নদীর পানি। বর্তমানে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও তিস্তা বেষ্টিত ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জানা যায়, শনিবার (২০শে জুন) সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে (অর্থাৎ ৫২.৮০ সেন্টিমিটার দিয়ে) প্রবাহিত হয়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে পানির মাত্রা কিছুটা কমে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইতে থাকে।

 

এদিকে, পানির চাপ কমাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকার মানুষ পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছেন। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি।

অন্যদিকে, সময়ের সঙ্গে পানির মাত্রা আরো কমতে পারে বলে মনে করেছেন পানি উন্নয়ন বোর্ড।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন