প্রবীণ সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন তার ছেলে সাগর লোহানী ।
কামাল লোহানী ২০১৫ সালে একুশে পদক পেয়েছিলেন ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
কিংবদন্তি সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ১৯৩৪ সালের ২৬ জুন জন্মগ্রহণ করেন।
তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারত ভাগ ও ভাষা আন্দোলনের জীবন্ত সাক্ষী।
একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এই কিংবদন্তি সাংবাদিক একাত্তরের ১৬ ডিসেম্বর সম্ভাব্য আত্মসমর্পণ নিয়ে দুই মিনিটের একটি প্রতিবেদন তৈরি করেছিলেন।
আনন্দবাজার/এফআইবি