সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উড়োজাহাজ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইনস ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এয়ারলাইনসটি আগামী ২১ জুন থেকে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট শুরু করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট চালাতে অনুমতি দিয়েছে।
তবে প্রণঘাতী করোনা ভাইরাসের জন্য ইউএইতে বাংলাদেশী যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কেবল ঢাকা-দুবাই রুটে ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস এয়ারলাইনস।
এ বিষয়ে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর জানান, আগামী ২১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়েছে এমিরেটস এয়ারলাইনসকে। বাংলাদেশী এয়ারলাইনসগুলোও এ রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। কিন্তু এসব ফ্লাইটে কেবল ইউএইর নাগরিক এবং অন্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। একইভাবে বাংলাদেশী এয়ারলাইনসগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।
আনন্দবাজার/এস.কে