ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এমিরেটস এয়ারলাইনস অনুমতি পেল ঢাকায় ফ্লাইট পরিচালনা করার

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উড়োজাহাজ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইনস ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এয়ারলাইনসটি আগামী ২১ জুন থেকে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট শুরু করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট চালাতে অনুমতি দিয়েছে।

তবে প্রণঘাতী করোনা ভাইরাসের জন্য ইউএইতে বাংলাদেশী যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কেবল ঢাকা-দুবাই রুটে ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস এয়ারলাইনস।

এ বিষয়ে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর জানান, আগামী ২১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়েছে এমিরেটস এয়ারলাইনসকে। বাংলাদেশী এয়ারলাইনসগুলোও এ রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। কিন্তু এসব ফ্লাইটে কেবল ইউএইর নাগরিক এবং অন্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। একইভাবে বাংলাদেশী এয়ারলাইনসগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন