ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হোটেল সী প্রিন্সেস এখন আইসোলেশন সেন্টার

করোনা আক্রান্ত রোগীদের খোলা হাওয়ায় আইসোলেশনে রাখতে কক্সবাজার সৈকত তীরের ২০০ শয্যার হোটেল সি-প্রিন্সেসকে তৈরি করা হয়েছে।

আজ শুক্রবার(১৯ জুন) থেকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে হোটেলটিতে রোগী রাখা হবে। জেলা প্রশাসক মো. কামাল হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন।

যে সকল রোগীর উপসর্গ নেই এবং যারা মোটামুটি সুস্থ তাদের এই আইসোলেশন সেন্টারে রাখা হবে। আর যে সকল করোনা রোগী নিজের বাসায় থাকতে চান না বা বাসায় আলাদা থাকার ব্যবস্থা নেই তাদেরকেও এখানে রাখা হবে।’

কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত ১,৮৮৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এই রোগে জেলার ২৯ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ৫শ’ জন।

প্রতিদিনই জ্যামিতিক হারে জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমবর্ধমান রোগীর এই চাপ সামলাতে জেলা প্রশাসন ও সিভিল সার্জন যৌথভাবে সাগর পাড়ের তারকামানের হোটেল সী প্রিন্সেসকে ২০০ শয্যার আইসোলেশন সেন্টারে পরিণত করেছেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন