নমুনা পাঠানোর ১২ দিনেও করোনা ভাইরাস পরীক্ষার কোনো রিপোর্ট আসেনি কুলাউড়া উপজেলায়। রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় এ নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মাঝে। ১২ দিনেও নমুনার রিপোর্ট না আসায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
জানা গেছে, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ৮ জুন থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহভাজন ১৮০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার শেরে বাংলা নগরে ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টারে পাঠানো হয়েছে। তবে ১৯ জুন পর্যন্ত এসব পরীক্ষার রিপোর্ট আসেনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, কুলাউড়া উপজেলা থেকে ঢাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানোর ১২ দিনেও রিপোর্ট না আসায় অনেকে ইচ্ছেমত ঘুরে বেড়াচ্ছেন। কে করোনা রোগী আর কে সুস্থ তা টেস্ট ছাড়া ধারণা করা কঠিন।
আনন্দবাজার/এস.কে