শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দু’একদিনের মধ্যেই পার্বত্য এলাকায় বন্যার শঙ্কা

 ভারী বৃষ্টি পাত হওয়ায়  দুই-একদিনের মধ্যেই পার্বত্য এলাকা, হাওরাঞ্চল, রংপুর এবং লালমনিরহাটে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এমনকি চলতি মাসের শেষের দিকে দেশের মধ্যাঞ্চলেও বন্যা হওয়ার বেশ আশংকা রয়েছে বলে জানা গেছে।।

এই ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানান, দেশের অনেক এলাকায় বৃষ্টি হওয়ায় নদীর পানি অনেক বেড়ে গেছে। ইতোমধ্যে অনেক স্থানে পানি বেড়ে বন্যা পরিস্থিতির তৈরি হচ্ছে।

অপরদিকে কুড়িগ্রাম, গাইবান্ধাসহ আশেপাশের এলাকা অর্থাৎ যমুনা নদীর এলাকাগুলোতে চলতি মাসের শেষের দিকে বন্যার শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানান, আগামী ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এতে সুরমা-কুশিয়ারা, কংস, সোমেশ্বরী ও দক্ষিণ-পূব পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরি এবং হালদা নদীগুলোর পানি সমতল খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  চার দিন অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া

সংবাদটি শেয়ার করুন