ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে অবৈধ হ্যান্ড স্যানিটাইজার কারখানায় র‌্যাবের অভিযান

গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় বৃহস্পতিবার ১৮ জুন মেসার্স রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানায় অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অভিযোগে অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারখানা কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করে দেয়।

পরে প্রায় ৩০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, মিলগেইট চুড়ি ফ্যাক্টরীর ভেতরে মেসার্স রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানা লি. কর্তৃপক্ষ অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। পরে কারখানা কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করে এবং ৩০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশন টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা এস. এম সোহরাব হোসেন ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

এবিষয়ে রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানার প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান পাঠান বলেন, আমাদের কারখানা রংপুরে এখানে মোড়কজাত করার কথা ছিলো। কিন্তু এখানে উৎপাদন করছি এটাই আমাদের ভুল, আর সব ঠিক আছে। আমরা হ্যান্ড স্যানিটাইজারের জন্য যে কাচাঁমালটা তৈরী করি তার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমতি রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এস এম

সংবাদটি শেয়ার করুন