ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কামালপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার শুরু হয়েছে কামালপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি। আজ বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে পাথরের পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে সচল হয় এই স্থলবন্দর।

এর আগে গত ১৫ মার্চ করোনাভাইরাসের কারণে ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছিল।

জানা যায়, তিন মাস পর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার থেকে আবারও পাথর আমদানি শুরু করা হয়। প্রথম দিনে শুধু ৫টি পাথরের ট্রাক বাংলাদেশে আসে।

আমদানি-রফতানিকারকরা জানায়, শনিবার থেকে পুরোদমে স্বাস্থ্যবিধি মেনে পাথরের ট্রাক আসবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন