গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে টেলিমেডিসিন সেবা দিতে করোনা রেসপন্স টিম গঠন করা হয়েছে। করোনা রোগীদের দ্রুততম সময়ে টেলিমেডিসিন সেবা দিতে একজন অর্থপেডিক্স, একজন ডেন্টাল ও আটজন মেডিসিন ডাক্তার নিয়ে এই করোনা রেসপন্স টিম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জুন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলতাফ হোসেন ও যুগ্ন আহবায়ক সেলিম আজাদ সাক্ষরিত জেলা আওয়ামী যুবলীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা রেসপন্স টিমের ডাক্তারগন হলেন ডাঃ ওবায়দুর রহমান (অর্থপেডিক্স) ০১৭১৭৩৮৩৭৫২, ডাঃ রাজিব হোসেন বাবু (মেডিসিন) ০১৭৭৫৭৮৭৮১৪, ডাঃ আফজাল হোসেন (মেডিসিন) ০১৬৭৬৭১২৫৮৮, ডাঃ ওমর ফারুক (মেডিসিন) ০১৬৭০১৪৫৮২২, ডাঃ ইমতিয়াজ আহাম্মেদ (মেডিসিন) ০১৯২৫৪২০৩০৪, ডাঃ রাজিব চৌধুরী (মেডিসিন) ০১৭৪৭৭৭৭৭৪৮, ডাঃ মুজাহিদ (মেডিসিন) ০১৯৩১৬১৬৮০১, ডাঃ ফারহান সাদিক (মেডিসিন) ০১৬৪৪৪৪২৭৪১, ডাঃ হাসিব (মেডিসিন) ০১৭২৬০২০৭৯৬, ডাঃ শিপলু (ডেন্টাল) ০১৬৮৯০৮৩৯৯৩।
এ ব্যাপারে গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ জানান, এ করোনা রেসপন্স টিমের টেলিমেডিসিন সেবায় করোনা রোগী ছাড়াও অন্যান্য রোগীরাও বাড়ীতে বসে সেবা গ্রহন করতে পারবেন।
এ ব্যাপারে অর্থপেডিক্সের সহকারী অধ্যাপক ডাঃ ওবায়দুর রহমান বলেন, সম্পুর্ন সেচ্ছাশ্রমের ভিত্তিতে করোনাকালীন সময়ে এই টেলিমেডিসিন সেবা চালিয়ে যাবো। আমাদের টিমে আটজন সদস্য রয়েছেন। কেউ যদি কোন কারনে বিজি থাকেন তাহলে অন্যজন এই সেবা দিবেন। এছাড়াও তারা প্রত্যেকে হাসপাতালে করোনা রোগীদের সেবায় ডিউটি করছেন বলে জানান তিনি।
আনন্দবাজার/এফআইবি