সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী দুই-তিন বছরে করোনামুক্ত হওয়া সম্ভব নয়

দুই থেকে তিন বছরের আগে পুরোপুরিভাবে করোনামুক্ত হওয়া সম্ভব না। এমন আশঙ্কার কথাই জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। দেশে করোনা শনাক্ত হওয়ার ১০৩তম দিনে আজ বৃহস্পতিবার (১৮ই জুন), রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সদ্য করোনামুক্ত হয়ে কাজে যোগদান করে এ কথা বলেন আবুল কালাম আজাদ।
এসময় মহাপরিচালক জানান, করোনা এখন শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় না, সামাজিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই যতদিন করোনা থাকবে ততদিন কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
তিনি আরও জানান, জেলা-উপজেলা পর্যায়ে পরিক্ষার পরিসর আরো বাড়াতে হবে। প্রতিটি জেলায় আরটি পিসিআর স্থাপনের চেষ্টা করা হচ্ছে। মৃত্যুহার কমাতে লক্ষণ প্রকাশ পেলে করোনা পরীক্ষার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা শুরুর তাগিদও দিয়েছেন তিনি।
আনন্দবাজার/তা.তা
Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাইকগাছায় টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

সংবাদটি শেয়ার করুন