কারিগরি ত্রুটির কারণে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বন্ধ লরা হয়েছে ময়মনসিংহ মেডিকেল ল্যাবে।
জেলার সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, বৃহস্পতিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নমুনা সংগ্রহ কার্যক্রমও বন্ধ থাকবে। তবে দুই-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করেন তিনি।
বুধবারও (১৭ জুন) ওই ল্যাবে কোনো পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।
তিনি বলেন, তাদের ল্যাবে তিনটি যন্ত্র দিয়ে প্রতিদিন সর্বোচ্চ আট ধাপে ৭৫২টি পরীক্ষা করা হয়। এ পর্যন্ত এ ল্যাবে ২৪ হাজারের বেশি করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ২২০২ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে।
আনন্দবাজার/তা.তা