দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২জনে।
মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৪ জন নারী।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি । ৬৯টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪০ হাজার ১৬৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮৪ লাখ ১৬ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৪ লাখ ২৮ হাজার ৯৯১ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৫১ হাজার ৬৫৯ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৯ হাজার ৯৪১ জন।
ব্রাজিল: ৪৬ হাজার ৬৬৫ জন।
যুক্তরাজ্য: ৪২ হাজার ১৫৩ জন।
ইতালি: ৩৪ হাজার ৪৪৮ জন।
ফ্রান্স: ২৯ হাজার ৫৭৫ জন।
স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
মেক্সিকো: ১৯ হাজার ৮০ জন।
ভারত: ১২ হাজার ২৭২ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৬৭৫ জন।
ইরান: ৯ হাজার ১৮৫ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে।
আনন্দবাজার/শহক