ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আক্রান্ত ছাড়ালো এক লাখ, নতুন মৃত্যু ৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২জনে।

মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৪ জন নারী।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি । ৬৯টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪০ হাজার ১৬৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮৪ লাখ ১৬ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৪ লাখ ২৮ হাজার ৯৯১ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৫১ হাজার ৬৫৯ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৯ হাজার ৯৪১ জন।
ব্রাজিল: ৪৬ হাজার ৬৬৫ জন।
যুক্তরাজ্য: ৪২ হাজার ১৫৩ জন।
ইতালি: ৩৪ হাজার ৪৪৮ জন।
ফ্রান্স: ২৯ হাজার ৫৭৫ জন।
স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
মেক্সিকো: ১৯ হাজার ৮০ জন।
ভারত: ১২ হাজার ২৭২ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৬৭৫ জন।
ইরান: ৯ হাজার ১৮৫ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন