চট্টগ্রামে প্রানঘাতী করোনা ভাইরাসে আরও ১৭৮ জন আক্রান্ত হয়েছে। জেলাটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬৩ জনে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল ও বিআইটিআইডি থেকে ৭৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এরমধ্যে চট্টগ্রামের ১৭৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ১০৩ জন, রাউজানের ১৭ জন, বোয়ালখালীর ১৬ জন, হাটহাজারীর ১২ জন, সীতাকুণ্ডের ১১ জন, সাতকানিয়ার সাতজন, আনোয়ারার পাঁচজন, চন্দনাইশের তিনজন, বাঁশখালীর দুইজন, পটিয়ার একজন ও ফটিকছড়ির একজন রয়েছেন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন, মারা গেছেন চারজন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৮ জন। মারা গেছেন ১৩১ জন।
আনন্দবাজার/এস.কে