ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মনোবল হারাবেন না : প্রধানমন্ত্রী

করোনারভাইরাস হাত থেকে দেশ একদিন মুক্ত হবেই; এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে বাংলাদেশ একদিন জয়ী হবে- এমন প্রত্যয় জানিয়েই দেশবাসীকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বানৌজা ‘সংগ্রাম’ এর কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী এবং দক্ষ করে তুলতে কাজ করছে সরকার। তিনি জানান, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন অদৃশ্য শক্তি করোনাভাইরাস পরিবেশে স্থবিরতা নামিয়ে আনে। তবে এ অবস্থায় দেশবাসীর মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।

তিনি বলেন, যুদ্ধ নয় বরং বিশ্বশান্তি বজায় রাখতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। সেই সাথে সাহসিকতার সাথে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে কাজ করবে নৌবাহিনীকে, এমন প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন