বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ৯ গ্রাম প্লাবিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নয়টি গ্রাম প্লাবিত হয়ে গেছে টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে। দুটি ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রশাসন ও স্থানীয়রা বলছেন,  রবিবার থেকে কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বাকখালী নদীসহ বিভিন্ন পাহাড়ি খালের পানি বৃদ্ধি পেয়ে সদরের ধুংরী হেডম্যানপাড়া, বড়ুয়াপাড়া, হিন্দুপাড়া, বিজিবির কোয়ার্টার এলাকা এবং বাইশারী ইউনিয়নের দক্ষিণ নারিচবুনিয়া, মধ্যম বাইশারী, দক্ষিণ বাইশারী কোণারপাড়া, পশ্চিম বাইশারী, তুফানআলীপাড়া ও করলিয়া মুরাসহ নয়টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি মৎস্য খামারসহ পুকুর ডুবে গেছে।

বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বৃষ্টিতে নদীর পানি ও পাহাড়ি ঢলে ইউনিয়নের দক্ষিণ নারিচবুনিয়া, মধ্যম বাইশারী, দক্ষিণ বাইশারী কোণারপাড়া, পশ্চিম বাইশারী, তুফানআলীপাড়া ও করলিয়া মুরা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে উপজেলা প্রশাসন।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাংলাবান্ধায় লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন