ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

স্ত্রীর স্বীকৃতি পেতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা প্রেমিক উজ্জ্বল হাসানের (৩৫)এর বসত ঘরের বারান্দায় অনশনে বসেছেন প্রেমিকা সানুজ আক্তার (৩০)। আজ বুধবার সকাল ১০টা থেকে উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ওই নারী এই অনশনে বসেছেন।

অনশনে বসা ওই প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় পাঁচবছর ধরে এই দুজনের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ের তাদের মধ্যে শারিরীক সম্পর্কও গড়ে উঠে। প্রেমিক উজ্জ্বলকে বিয়ের করার জন্য বেশ কয়েকবার প্রেমিকা চাপাচাপি করলেও প্রেমিক বিষয়টি আজকাল করে সময় অতিবাহিত করছিল। নিরুপায় হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আজ প্রমিকার বাড়িতে গিয়ে উপস্থিত হন। খবর পেয়ে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে প্রেমিক উজ্জ্বল প্রেমিকার বাড়িতে গেলে, প্রেমিক উজ্জ্বল কে প্রেমিকার বাড়িতে বাড়ির মানুষজন আটক করে ফেলে। এ সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে ছেলে কে বাড়িতে নিয়ে যায়। প্রেমিকার অনশন করছে খবর পেয়ে প্রেমিক ও তার পরিবারের লোকজন বসতঘরে তালা মেরে পালিয়েছেন বলে স্থানীয় গ্রামবাসী জানান।

প্রেমিকা বলেন, গত ৫ বছর ধরে প্রেমিক উজ্জ্বলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার দাবি, আমার প্রেমিক উজ্জ্বল সহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। যদি মরতেও হয় এখানে মরব আমকে স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমার অনশন চলবে ।

এ বিষয়ে প্রেমিকার ছোট ভাই সাংবাদিক সাদ্দাম হোসেন নূরীর মাধ্যমে ওই প্রেমিকা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আজ বিকেলে ,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে দেওয়া হয়েছে।
ইউএনও মো.মুনতাসির হাসান বলেন,অভিযোগটি এখনো দেখা হয়নি। অভিযোগটি দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ওই নারী কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য এ নিয়ে লিখিত অভিযোগ করলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন