করোনার কারণে বাংলাদেশে এসে আটকে পড়া ইতালিতে বসবাসরত ২৫৯জন বাংলাদেশি আজ রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ বুধবার বেলা ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট করে ঢাকা ছাড়েন তারা।
এসব তথ্য নিশ্চিত করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
জানা গেছে, এর আগে গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশিকে ইতালির রোমে নিয়ে যাওয়া হয়েছিল।
আনন্দবাজার/টি এস পি