ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে নতুন করে আক্রান্ত ১৫ জন 

ঝিনাইদহের নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জনে। বুধবার(১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, বুধবার ১১১ টি নমুনার রিপোর্টে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩, কালীগঞ্জে ৩, শৈলকুপায় ৪, হরিণাকুন্ডুতে ২, কোটচাঁদপুরে ২ ও মহেশপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ১১৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৩ জন ও মৃত্যু হয়েছে ২ জনের। আজ পর্যন্ত ১৭৫৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১৪৭৮টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে।

আনন্দবাজার/শহক/বুর

সংবাদটি শেয়ার করুন