আজ দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় থাকার কারণে বৃষ্টিপাতের এই সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বুধবার সন্ধ্যা নাগাদ দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এসময় ঢাকার দক্ষিণ-পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার। ফলে গরম অনুভব কম হতে পারে।
আনন্দবাজার/টি এস পি