ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের রেলে চালু হলো ‘সিট সিলেকশন’

রেলের যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে শারীরিক দূরত্ব বজায় রেখে আজ মঙ্গলবার থেকে আবারও চালু করা হয়েছে সিট সিলেকশন অপশন। এতে ‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে পছন্দমতো সিট বেছে নেয়া যাবে। এসব তথ্য নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির ফেসবুকে জানিয়েছেন, অনেকেই জানাচ্ছিলেন, এই করোনাকালীন শারীরিক দূরত্ব বজায় রেখে ট্রেনের কেবিনে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতে চাইলে টিকিট কাটবেন কীভাবে। কারণ এই সময়ে সিট সিলেকশন অপশন তুলে দেওয়া হয়েছিল। দূরত্ব বজায় রেখে সিট ডিফল্ট করে দেওয়া হয়েছিল। তুলে নেওয়া হয়েছিল সিট সিলেকশন অপশন।

তিনি আরও লিখেন, যাত্রীদের চাহিদা বা কল্যাণের কথা চিন্তা করে শারীরিক দূরত্ব বজায় রেখে আজ থেকে সিট সিলেকশন অপশন আবার চালু করা হয়েছে। আপনারা আপনাদের পছন্দমতো সিট বেছে নিতে পারবেন, অবশ্যই আগে আসলে, আগে পাবেন ভিত্তিতে। লাল সিট ব্লকড, সবুজ ফ্রি অপশন।

মাহবুব কবির লিখেন, যাত্রী সেবাই রেলের মূল উদ্দেশ্য। আপনাদের পছন্দকে গুরুত্ব দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

তিনি আরও লিখেন, অনলাইন রিফান্ড থেকে শুরু করে টিকিট কালোবাজারি দূর করার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। ইনশাল্লাহ অতিদ্রুত তা বাস্তবায়িত হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন