সম্প্রতি ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে এখন পর্যন্ত ১৩ বিচারক এবং ২৬ কর্মচারী করোনার সংক্রমনে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও ৪ জন বিচারক।
বর্তমানে ঢাকা সিএমএইচের করোনা আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাটের নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। বাকি ৯ বিচারকের চিকিৎসা চলছে নিজ বাসাতেই।
আক্রান্তদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ২৬ কর্মচারীর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জজদেরকে অনুরোধ করেছেন প্রধান এই বিচারপতি।
জানা গেছে, আক্রান্তদের সাথে সবসময় যোগাযোগের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। এবং ৫ সদস্যের অপর একটি কমিটির দায়িত্ব চিকিৎসা সংক্রান্ত বিষয় দেখভাল করছেন।
আনন্দবাজার/এইচ এস কে