নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখা ২শ ছাড়িয়ে গেল।গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আরও ২২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায়- ৯, বদলগাছি- ৪ , মান্দা- ৩, পতœীতলায়- ৩, রানীনগরে- ১, ধামইরহাট উপজেলায় ১ জনসহ নিয়ামতপুর উপজেলায় ১ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২০ জন-এ।
সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজআজামান আলাল বিষয়টি নিশ্চিত করে আরও বলেন- গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ১১১ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ১১ জন, মহাদেবপুর উপজেলায় ৭ জন, মান্দা উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায় ১৫ জন, পতœীতলা উপজেলায় ১২ জন, ধামইরহাট উপজেলায় ২৩ জন এবং পোরশা উপজেলায় ৬ জন।এছারা ২৪ ঘন্টায় জেলায় ছাড়পত্র দেয়া হয়েছে ৫৭ জনকে।
সূত্র অনুযায়ী, এ জেলায় করোনায় ৩জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ২২০, বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১২৯৬। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ১২৮ জন।
আনন্দবাজার/শহক/নাআঅ