ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশীর মৃত্যু

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানাযায়, ১৫ জুন (সোমবার) ভোরে নওগাঁ জেলার নীতপুর সীমান্তে গরু আনতে গেলে ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা সুভাসকে হত্যা করে।নিহত সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের বাসিন্দা ভুলু রায়ের ছেলে।

এ বিষয়ে নওগাঁ- ১৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে চোরাইপথে ভারতীয় গরু আনতে সীমান্তে যান বাংলাদেশী একদল রাখাল। এসময় তাদের লক্ষ্যকরে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস রায়।

আনন্দবাজার/শহক/নাআঅ

সংবাদটি শেয়ার করুন