ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৭৫) রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের মৌলভিপাড়া গ্রামের বাসিন্দা।

মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা জানান, দীর্ঘদিনের অ্যাজমা রোগী আব্দুস সামাদের মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হতো। গত বৃহস্পতিবার তাঁর জ্বর ও কাশির সঙ্গে শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে তাঁকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। শনিবার সকালে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। এছাড়া তাঁর বুকের এক্স-রে সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে তাঁর এক্স-রে প্রতিবেদনে ফুঁসফুসে সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রংপুর মেডিক্যালে পৌঁছানোর পর তাঁকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হলে তাঁকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। পরে রাত আটটার দিকে সিএমএইচের আইসিইউ কক্ষে নেওয়া মাত্রই তাঁর মৃত্যু হয়। নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে তিনি করোনা সংক্রমিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী বলেন, রোববার দুপুরে স্বাস্থ্য বিধি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এস

সংবাদটি শেয়ার করুন