ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাবের ক্রাইম প্রিভেনশন ক্যাম্প উদ্বোধন

চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাব-৭ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২(সিপিসি) ক্যাম্প উদ্বোধন হয়েছে।

আজ রোববার (১৪ জুন) হাটহাজারী পৌর এলাকার আব্বাছিয়া পুল চট্টগ্রাম-নাজিরহাট সড়কের পাশে এ ক্যাম্প উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘র‍্যাব জন্মলগ্ন থেকেই বিভিন্ন অপরাধমুলক কার্যক্রম দমনে কাজ করে আসছে। বিশেষ করে জঙ্গি ও মাদক নির্মূল, দূর্নীতি দমনে বিশেষ অবদান রেখে আসছে। এ ধারাবাহিকতা রক্ষায় চট্টগ্রামের হাটহাজারী রাউজান ও ফটিকছড়িসহ পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে এ ক্যাম্প করা হয়েছে। ক্যাম্প স্থাপনে হাটহাজারীর মানুষ, স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা করেছেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের ছাত্র ছিলাম। হাটহাজারীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। হাটহাজারীর আনাচে কানাচে আমার অবাধ বিচরণ ছিল। হাটহাজারীর মানুষকে আমি ভালভাবে চিনি তারা সকলেই র‍্যাবকে সম্মিলিতভাবে সহযোগিতা করে অপরাধ দমনে ভূমিকা রাখবে এ বিশ্বাস আমার আছে। র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, র‍্যাবের পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ ।

র‌্যাব-৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকাগুলো হল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, ভুজপুর থানা এবং রাঙ্গামাটি জেলা।

সিপিসি-২ এর কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করবেন র‌্যাব-৭ এর মেজর মো. মুশফিকুর রহমান।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন