শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় বাড়ছে করোনা আক্রান্ত: নতুন শনাক্ত- ১৩

নাদিম আহমেদ অনিক,নওগাঁ জেলা প্রতিনিধি- নওগাঁয় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও ১৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৯৮ জনে দাঁড়াল।

১৪ জুন (রবিবার) সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে প্রাপ্ত ৮৬ জনের নমুনা রিপোর্টের ফলাফলে ১৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রয়েছে সদর উপজেলার ৭, বদলগাছী ৪, মহাদেবপুর ১ জন এবং সাপাহার উপজেলার ১ জন।

সিভিল সার্জন আরও বলেন, নতুন শনাক্তদের মধ্যে সকলেই সুস্থ্য আছেন। কারও শরীরে করোনা ভাইরাসের উপসর্গ নেই। এছাড়াও শনাক্ত সকলেরই হোম আইশোলেশন নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এ জেলায় করোনাভাইরাসে ৩জনের মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানাগেছে।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে উৎপাদনে ভাটা

সংবাদটি শেয়ার করুন