ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটির সুবলং বাজারে আগুনে পুড়েছে ৮০টি দোকান-বসতঘর

রাঙামাটির বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের সুবলং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে বাজারের বেশ কিছু দোকানপাট পুড়ে গেছে বলে জানিয়েছেন সুবলং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল গাফফার খান।

তিনি আরও জানিয়েছেন, রোববার বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে চারটার মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লাগার সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে রাঙামাটি জেলা সদর থেকেও ফায়ার সার্ভিসের একটি টিম আসে। সকলের প্রচেষ্টায় সন্ধ্যা ছয়টার কিছুটা আগ মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে আগুনে কতগুলো দোকানপাট পুড়েছে কিংবা কিভাবে আগুনের সূত্রপাত সেই সর্ম্পকে এখনো কিছুই জানতে পারেনি পুলিশ ফাঁড়ি প্রধান।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি অ লের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানিয়েছেন, জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম স্টেশন অফিসার উদয়ন চাকমার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আপাতত ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাচ্ছে না।

সুবলং বাজারে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রুপময় চাকমা জানিয়েছেন, সুবলং বাজারে আগুনের ঘটনায় তার ডিজিটাল সেন্টারটিও পুড়ে গেছে। আগুনে বাজারে অবস্থিত ৪৭টি দোকান ও ৩৮টি বসতঘর ‍পুড়ে গেছে বলে তিনি দাবি করেছেন।

প্রসঙ্গত, রাঙামাটির মানুষের নৌ ফায়ার স্টেশন স্থাপনের দাবি দীর্ঘ দিনের, কিন্তু বিষয়টি এখনো অফিসিয়াল ফাইল চালাচালি মধ্যেই রয়ে গেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন