ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৩৮ স্থাপনায় এডিসের লার্ভা, ৫ লাখ টাকা জরিমানা ডিএনসিসির

ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ১৩ হাজার ৪৮৯টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। কিন্তু বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অষ্টম দিনে গতকাল শনিবার  ১৩৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

এমনকি ৮ হাজার ৫৬৬টি বাড়ি এবং স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। তাই এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৬টি মামলায় মোট ৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া এডিসের লার্ভা পাওয়া অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়েছে।

এই ব্যাপারে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আতিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে  গতকাল শনিবার বিকেলে এসব তথ্য দেন।

এর আগে গত ৬ জুন থেকে আজ পর্যন্ত এই ৮ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১ লাখ ৭ হাজার ৬২৮টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১ হাজার ২৬৯টিতে এডিস মশার লার্ভা এবং ৭৪ হাজার ৩০৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এই ৮ দিনে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে এবং জনগণকে সুরক্ষা দিতেই নিরলসভাবে কাজ করছে সরকার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন