প্রানঘাতী করোনা ভাইরাস দেশে আসার পর থেকে এ পর্যন্ত সারা দেশে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে আসা চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ১৬৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। ২৮ জন চিকিৎসক মারা গেছেন।
শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৩ জন চিকিৎসক, ৮৫৩ জন নার্স এবং এক হাজার ৩০৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ১৩ জুন পর্যন্ত ৮৪ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আনন্দবাজার/এস.কে