ফেনীতে একদিনে সর্বোচ্চ সংখ্যক ৫৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের ৫৯তম দিনে এসে আক্রান্তের সংখ্যা সাড়ে চারশ ছাড়িয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪৬৬ জন।
শনিবার (১৩ জুন) দুপুরে নতুন করে আরও ৫৫ জন শনাক্ত করার কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এ ফেনীর ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৫৭ টি নমুনা পজিটিভ, এর মধ্যে ২টি ২য় নমুনা। শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ২০ জন, সোনাগাজীতে ২৬ জন, পরশুরামে ৮ জন, ছাগলনাইয়ায় ১ জন রয়েছে।
জানা যায়, আক্রান্তদের মধ্যে এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জন ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, পুলিশ সদস্য, শিক্ষার্থী রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় মোট শনাক্তকৃত রোগীদের মধ্যে সদরে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হয়েছে ১৭৪ জন। শনাক্তকৃত সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে দাগনভুঞা উপজেলা। এ উপজেলায় এ পর্যন্ত মোট ১০৮ জন শনাক্ত হয়েছে। এরপরে রয়েছে সোনাগাজীতে ৮১ জন, ছাগলনাইয়ায় ৬২ জন, পরশুরামে ২৪ জন ও ফুলগাজীতে ৯ জন। এছাড়া আরও ৮ জন রয়েছেন ফেনী জেলার বাইরের বাসিন্দা, ফেনীতে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
আনন্দবাজার/ডব্লিউ এস