শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় এইচআর মিটআপ করবে ‘কর্ম বাই গুগল’

বর্তমান সময়ে দেশের জনপ্রিয় তারুণ্যভিত্তিক কর্পোরেট প্রতিষ্ঠান এক্সিলেন্স বাংলাদেশ সহযোগিতায় আগামী ১৫ ও ১৬ই জুন অনলাইন মাধ্যমে প্রথমবারের মত এইচআর মিটআপ করবে অনলাইন জব পোর্টাল ‘কর্ম বাই গুগল’।

দুদিনব্যাপী এই আয়োজনে মোট ৬টি সেশনে বিভিন্ন প্রতিষ্ঠান সিএইচআরও, হেড অফ এইচআর, সিইও, মালিকপক্ষের লোকজন অংশ নেবেন। আয়োজন নিয়ে কর্ম বাই গুগলের কমিউনিটি পোগ্রাম ম্যানেজার সাগর খালাসী জানান, ‘এইচআরেরা আমাদের দেশের জবমার্কেটের মূল শক্তি। পাশাপাশি আমাদের এই আয়োজন করোনাকালীন সময়ে শিক্ষার্থী-চাকরিজিবী সহ নানা পেশার মানুষদের মধ্যে বিভিন্ন শিক্ষনীয় বিষয় জানানোর প্রয়াস।’

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিয়াজ হোসাইন জানান, ‘এক্সিলেন্স বাংলাদেশ বাংলাদেশের তরুণদের কর্পোরেটের সাথে পরিচয় করানোর জন্য অনেকদিন ধরে কাজ করে চলেছে। এছাড়া আন্তর্জাতিক ব্রান্ড ‘কর্ম বাই গুগল’র সাথে কাজ করতে পারাটাও আমাদের জন্য আনন্দের।’

উল্লেখ্য, দুদিন ব্যাপী এই আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ইয়ুথ কার্নিভাল।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  করতালিতে অভিনন্দন করা হলো করোনাজয়ীদের

সংবাদটি শেয়ার করুন