সম্প্রতি ফ্রি অক্সিজেন সার্ভিস দিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন তনি। করোনা মহামারিতে মুমূর্ষু রোগীদের সুস্থতায় সহায়তা করতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের যে কেউ ফোন করলেই বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে ফ্রি অক্সিজেনের বোতল। এই ব্যাপারে ব্যবসায়ী ও যুবলীগ নেতা নিজাম উদ্দিন তনি জানান, করোনা আক্রান্ত হয়ে যারা মুমূর্ষু অবস্থায় চলে যায় তাদের জীবন বাঁচাতে অক্সিজেনের খুবই প্রয়োজন। তাই মানুষের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছি। করোনা আক্রান্ত যে কেউ ফোন করলে বিনামূল্যে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে অক্সিজেনের বোতল।
করোনায় চট্টগ্রামে রোগী মারা গেছেন শুধুমাত্র অক্সিজেন সার্পোটের অভাবে। এমনকী শ্বাসকষ্টের কারণে অনেক হাসপাতালে রোগীদের ভর্তিও করা হচ্ছে না। এসব খবর শুনে বিবেক নাড়া দেয় চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী ও যুবলীগ নেতা নিজাম উদ্দিন তনি’র। তাই এসময় তিনি মানুষের পাশে সেবা করার প্রচেষ্টায় অক্সিজেন সার্ভিস দিতে উদ্যোগ নেন। প্রাথমিকভাবে কয়েকটি সিলিন্ডারের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। তবে চাহিদা বাড়ার সাথে সাথে সেবার পরিধিও বাড়াচ্ছেন তিনি।
দিন-রাত যে কোনো সময় ফোন পাওয়ার সাথে সাথে বাসায় পৌঁছে দিচ্ছেন ফ্রি অক্সিজেন সিলিন্ডার। নিজে এবং আরও কিছু স্বেচ্ছাসেবকদের সাহায্যে রোগীয় বাসায় বাসায় পৌঁছে দেয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার এবং সব সরঞ্জাম।
নিজাম উদ্দিন তনি আরও জানান, সম্পূর্ণ তার ব্যক্তিগত তহবিল থেকে যাবতীয় ব্যয় নির্বাহ করা হচ্ছে। ফোন করলেও ঘরে পৌঁছে দেয়া হচ্ছে অক্সিজেন বোতল। সেবা গ্রহীতাদের কাছ থেকে বিনিময়ে কোন অর্থ নেয়া হয় না।
আনদবাজার/এইচ এস কে