আবারও প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রফতানি কার্যক্রম। পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথ ছিল শনিবার। তবে সেটি হচ্ছে না। কবে নাগাদ শুরু হবে তা জানতে ১৬ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সেখানকার ব্যবসায়ীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)সহ প্রায় ৩০০ জনের করোনা আক্রান্ত হওয়ার রির্পোট আসার পর রফতানি বাণিজ্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
করোনা সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে আখাউড়া স্থলবন্দরের সমস্ত ব্যবসা বাণিজ্য। প্রতিদিন অন্তত প্রায় কোটি টাকার পণ্য রফতানি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় পাথর, সিমেন্ট, মাছ, শুঁটকি, ভোজ্যতেল, প্লাস্টিক ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রফতানি হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগে দৈনিক কয়েক কোটি টাকার পণ্য রফতানি হতো।
আনন্দবাজার/এস.কে