অচেতন হয়ে রাস্তায় পড়েছিল এক বৃদ্ধা, করোনা আতঙ্কে কেউই তার সাহায্যে এগিয়ে যায়নি। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে গাজিপুর পুলিশ মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গাজীপুর মেট্রোপলিটনের হাড়িনাল বাজারের রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিলেন এক অজ্ঞাতনামা বৃদ্ধা (৫৫)। অনেক সময় পড়ে থাকলেও করোনাভাইরাস সংক্রমনের ভয়ে কেউই তার সহায়তায় এগিয়ে আসেনি। পরে দুপুর আনুমানিক ২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে জিএমপি’র সদর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানানো হলে তিনি তৎক্ষনাত এসআই ফিরোজকে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান।
নির্দেশনা পেয়ে পুলিশের উদ্ধারকারী দল তাৎক্ষনিক বৃদ্ধাকে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে দেয়।
ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) বিষয়টি অবগত হয়ে বৃদ্ধার সুচিকিৎসা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস এম