ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে ফিরে যাচ্ছে ২৮৭ প্রবাসী বাংলাদেশি

সারাবিশ্বে প্রানঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে বাংলাদেশে আসা ইতালিতে বসবাসরত ২৮৭ জন প্রবাসী ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়েছেন তারা।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি বলেন, বেলা সোয়া ১২টার দিকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করে।

ইতালির যাত্রী প্রসঙ্গে বিমানের এই জনসংযোগ কর্মকর্তা জানান, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালিতে ফেরার আবেদন করে তারা।

মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

তিনি বলেন, বিশেষ এই ফ্লাইটটি রোম থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবে। সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে ১৩ জুন রাত ১২টা ৪০ মিনিটে (১৪ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন