ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দরিদ্র হচ্ছে  বিশ্বের ১১০ কোটি মানুষ

করোনা প্রভবে অর্থনৈতিক সংকট সৃষ্টি হওয়ায় বিশ্বে নতুন করে চরম দারিদ্রতার মুখে পড়তে  যাচ্ছে আরও সাড়ে ৩৯ কোটি মানুষ। আর এতে বিশ্বের চরম দরিদ্রের মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে ।

ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট ইকোনমিকস রিসার্চ কর্তৃক প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে আসে।

গবেষণাটিতে দৈনিক ১.৯০ ডলার থেকে ৫.৫০ ডলারের নিচে যাদের আয় তাদেরকে অতি দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

করোনা  পরিস্থিতিতে ২০ শতাংশ মাথা পিছু আয় কমিয়ে দেখা গেছে, যে বিশ্বের ১১২ কোটি মানুষ চরম দারিদ্রতার মুখে পড়তে পারেন। এই একই পন্থা অবলম্বন করে আরো দেখা গেছে মাথা পিছু আয় কমে গেলে বিশ্বের প্রায় ৩৭০ কোটি মানুষ অর্থনৈতিক সংকটের কারণে দরিদ্র সীমার নিচে বাস করবে।

এই গবেষণা দলের অন্যতম সদস্য এন্ডি সামনের জানান, দরিদ্রদের দৈনিক আয়ের ঘাটতি পূরণে সরকারদের আরও বেশি সচেতন হতে হবে না হলে দারিদ্রতার অবস্থা ভয়াবহ রূপ নিতে পারে।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন