ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে আসল বলে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি

করোনার এই মহামারিতে সবচেয়ে সংকটে রয়েছে ব্যবহার্য মাস্ক, হান্ড স্যানিটাইজার। কিন্তু বর্তমানে আসল বলে নকল হ্যান্ড স্যানিটাইজার বাজারে বিক্রি করছে ব্যাবসায়ীরা।

এদিকে, করোনার সংক্রমণ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ১১ জুন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকটি মার্কেটে অবৈধ ও ভেজাল পন্য বিক্রয়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী।

এসময় চৌরাস্তায় সাত্তার চেয়ারম্যান বাড়ির পেছনে পাইকারি কাপড়ের দোকানের সাথে এই পন্যের নকল হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক গোডাউন পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯ অনুযায়ী নকল পন্য গুলোকে বাজেয়াপ্ত করা হয় এবং তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়। পার্শ্ববর্তী মার্কেটে কয়েকটি বড় মুদির দোকানে অভিযান চালিয়ে সেখানে কোন দোকানে মূল্য তালিকা না পাওয়ায় একই আইনের ৩৮ ধারায় তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও রাস্তার ভাসমান হকারদের কাছে পাওয়া নকল স্যানিটাইজার গুলো বাজেয়াপ্ত করা হয়। অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর, গাজীপুর সদর এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যগন সার্বিক সহযোগিতা করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন