মহামারি করোনার প্রভাব পড়েছে সকল ক্ষেত্রেই। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। এদিকে, এই মহা বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য সরকার নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে শুরু থেকেই।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা হয়। এবার আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়। এরমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১ হাজার ৪শ ৭৮ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এছাড়া, এই প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২৩৩ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বাকি এক হাজার দুইশ’ ৪৫ কোটি টাকা খরচ হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা বাবদ।
উল্লেখ্য, বাজেটে ২৩৩ কোটি টাকা প্রস্তাব করায় গত অর্থবছরের তুলনায় এবার বাজেটে বেড়েছে ৭৮ কোটি টাকা। যেখানে আগের অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১৫৫ কোটি টাকা।
আনন্দবাজার/শাহী