ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেট বৃদ্ধি মাত্র ৩ কোটি

এবারের বাজেটে শিল্প-সংস্কৃতি খাতে ৫৭৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছ‌রের তুলনায় এই খাতে বা‌জেট বৃ‌দ্ধির প্রস্তাব মাত্র ৩ কো‌টি টাকা। গত অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে এই খাতের বরাদ্দ ছিল ৫৭৬ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে দাঁড়ায় ৫০১ কোটি টাকায়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শিল্প-সংস্কৃতি খাতের এবারের প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা ব্যক্ত ক‌রে‌ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তি‌নি বলেন, এবারের প্রেক্ষাপটটি একেবারেই অন্যরকম। আমাদের সবসময়ের দাবি ছিল সংস্কৃতি খাতের বাজেট জাতীয় বাজেটের ১ শতাংশ হোক। সেই দাবিটি এখনও আছে। তবে এবারের পরিস্থিতি বিবেচনায় সংস্কৃতি খাতের বাজেট আরেকটু বাড়ানো যেত। কারণ জনগণের মধ্যে সচেতনতা, মানবিকতাবোধ জাগিয়ে তোলোর জন্য সারা দেশের সংস্কৃতিকর্মীদের মাধ্যমে কাজ করা যেত।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন