ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যেসব পণ্যের দাম বাড়তে পারে

জাতীয় সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাব আসবে। এসব কারণে কিছু পণ্যের মূল্য বৃদ্ধি ও কিছু পণ্যের মূল্য হ্রাস পাবে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও সকল প্রকার দুগ্ধজাত পণ্য। তবে শিশুখাদ‌্যের দাম বৃদ্ধির আশঙ্কা নেই। নতুন করে শুল্ক আরোপের ফলে আমদানিকৃত বিলাসদ্রব‌্য—বডি স্প্রে, প্রসাধনী, জুস, প্যাকেটজাত খাদ্যের দাম বাড়ার সম্ভবনা রয়েছে।

অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এবার বৃদ্ধি পেতে পারে সব ধরনের তামাকজাত পণ্যের মূল্য। স্ল্যাব অনুযায়ী শুল্ক আরোপ করা হবে। ভ্যাট বৃদ্ধির কারণে বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট খরচ। সাথে বাড়তে পারে ফোনে কথা বলার খরচও।

গণপরিবহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের রেজিস্ট্রেশন ও নবায়ন ফি বৃদ্ধি পাবে। ফলে গাড়ির দামও বাড়তে পারে। আমদানিকৃত ও স্থানীয় পর্যায়ে উৎপাদিত বাইসাইকেলের দাম বাড়ার সম্ভবনা রয়েছে।

আমদানিকৃত স্মার্ট মোবাইল ফোন, এসি ও মোটরের মত বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে বাড়তে পারে মোটরসাইকেল ও টায়ারের দাম।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন