নওগাঁর আত্রাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে দুবৃত্তরা প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ সংলগ্ন পুকুরে।
জানা যায়, ওই কলেজের একটি বড় পুকুর দীর্ঘদিন থেকে লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন খোলাপাড়া গ্রামের গৌতম কুমার সাহা। এবারে তিনি পুকুরটিতে দেশী প্রজাতির রুই, কাতলাসহ বিভিন্ন জাতের ৪ লক্ষাধিক টাকার মাছ চাষ করেন। গত বুধবার দিবাগত রাতের যে কোন সময় কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করলে সমুদয় মাছ মরে পানিতে ভেসে উঠে। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরে মরা মাছ ভেসে উঠা দেখে গৌতম কুমার সাহার পরিবার কিংকর্তব্য বিমুঢ় হয়ে যায়।
আত্রাই থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আত্রাই কলেজ সংলগ্ন পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
আনন্দবাজার/শহক/নাহনা