কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে বৃহস্পতিবার (১১ জুন) সকালে মারা যান তিনি। এর আগে স্বাস্থ্য বিভাগে বারবার জানানোর পরও তার নমুনা সংগ্রহ করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ফকিরেরহাট এলাকার শফিকুল ইসলাম (৪২) সপ্তাহখানেক আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি, পেট ব্যথা নিয়ে চিলমারীর বাড়িতে আসেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে। গতরাতে হঠাত শরীরের অবনতি হলে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসরাম মঞ্জু বলেন, শফিকুল ইসলাম করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে এলে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে বারবার নমুনা সংগ্রহ করার জন্য বলা হলেও তারা নমুনা সংগ্রহ করেনি। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তিনি মারা যায়।
এ ব্যপারে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, জনবল সংকট থাকায় আগে নমুনা সংগ্রহ করা যায়নি। মারা যাওয়ার পর নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।
আনন্দবাজার/তা.তা