ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে মাটিতে বসিয়ে করোনার নমুনা সংগ্রহ!

মাটিতে বসিয়েই নমুনা সংগ্রহ করছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্বাস্থ্যকর্মীরা। নমুনা সংগ্রহের চিত্র দেখে রীতিমতো হতবাক নমুনা প্রদান করতে আসা থানা পুলিশ সদস‍্য সহ এলাকার সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট উপজেলার সদরে অবস্থিত ওসমাপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ে করোনার নমুনা সংগ্রহের কাজের চিত্র। নমুনা সংগ্রহ করার স্থানে নেই কোন বসার স্থান, নেই কোন পরিবেশ, নিরুপায় হয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকর্মী বৃন্দ মাটিতে বসিয়ে নমুনা সংগ্রহ করছেন। নমুনা প্রদান করতে আসা ঘোড়াঘাট থানার চারজন পুলিশ সদস্য সহ এলাকার অনেকেই এই নমুনা সংগ্রহের স্থানে ভালো একটি পরিবেশ সৃষ্টি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবাহান সাংবাদিকদের জানান, স্বাস্থ্যকর্মীরা অনেকদিন যাবৎ করোনার নমুনা সংগ্রহ করে আসলেও আজও তাদের এই নমুনা সংগ্রহের স্থানে কোন রকমের বসার স্থান বা ভাল কোন পরিবেশের সৃষ্টি করা হয়নি! আমিসহ আমার নমুনা সংগ্রহের টিমে যারা রয়েছি তারা সকল অবহেলা আর অবজ্ঞা মেনে নিয়ে জনগণের কথা ভেবে এমন রুচিহীন পরিবেশের মাঝে মাটিতে বসিয়ে করোনার নমুনা সংগ্রহের কাজ অব্যাহত রেখেছি। আগামীতে কর্তৃপক্ষ ভালো কোন পরিবেশ গড়ে তুলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় নমুনা প্রদান করতে আসা অত্র উপজেলার সাধারণ মানুষ উক্ত স্থানে প্রয়োজনীয় জিনিসপত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আনন্দবাজা/শহক/ জিমন

সংবাদটি শেয়ার করুন