ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে বরগুনার সদর হাসপাতালের আইসোলশন ইউনিট

দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে বরগুনার সদর হাসপাতালের আইসোলশন ইউনিট। এমনটা অভিযোগ করেন করোনা আক্রান্ত ভর্তি হওয়া কয়েকজন রোগী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের করোনা ভাইরাসে প্রস্তুত করে রাখা হয়েছে আইসোলেশন ইউনিট। তেমন ভাল কোনো কার্যক্রম নেই।রোগীদের খাবার ফেলে রাখা হয় রুমের মেঝেতে। বাথরুমের অবস্থা নাজুক।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ,গত ২৪ ঘন্টায় নতুন করে মোট আক্রান্ত হয়েছে-১২জন। এ জেলা মোট আক্রান্ত ৯৪জন এদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ২৮ জন মহিলা।

বরগুনা জেলা সদর হাসপাতালের আইসোলেশনে করোনা আক্রান্ত ভর্তি কয়েকজন রোগী বলেন, আমাদের বাথরুম নোংরা, টেস্টের আট-দশ দিন পরে ও মিলছে না পরীক্ষার রিপোর্ট, করোনায় সুস্থ্য হওয়া রোগীর পরিত্যাক্ত পোশাক আমাদের নাকে ডগায় রাখা হচ্ছে, প্রতিদিন একই ধরণের খাবার দেয় বিদ্যুৎ না থাকলে বিকল্প কোনো ব্যবস্থা থাকে না।আমরা অন্ধকারে থাকি।আর এসব দেখার যেন কেউ নেই।

জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশনের দায়িত্বে থাকা ডা. এম কে আজাদ বলেন, এত সুন্দর পরিবেশ বরগুনা আর কোন ব্লিডিং এর নেই। তবে মাত্র ৬ জন ক্লিনার দিয়ে পরিচ্ছন্ন রাখতে হিমসিম খেতে হচ্ছে।নিজেদের পকেটের পয়সা খরচ করে ফ্যানসহ ইলোক্রাট্রসিয়ান দিয়ে কাজ করাতে হচ্ছে।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান বলেন, হাসপাতালে কিছুটা সমস্যা আছে। পরিচ্ছন্নতা কর্মীদের স্বল্পতা সহ নানান সমস্যা।বিদ্যুতের বিকল্প জেনারেটরের ব্যবস্থা করা হবে।হাসপাতালের যেকোনো সমস্যা তত্বাবধায়কের সাথে আলেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

 আনন্দবাজার/শহক/ নাদিম

সংবাদটি শেয়ার করুন