বাংলাদেশের গত ৪৯ বছরে বাজেটের আকার বাড়ছে প্রায় ৭২৩ গুণ। অর্থনীতিবিদদের মতে- মূল বাজেটের আকার বাড়লেও সেভাবে বাড়েনি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ। আর গবেষণা সংস্থা সানেমের হিসাবে অনুযায়ী, গেল এক দশকের প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন করা হয়েছে গড়ে ৭৫ থেকে ৭৮ শতাংশ।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান জানান, বাজেটের পরিমাণ আরও বড় হওয়া উচিত। কারণ আমাদের অর্থনীতির যেমন প্রবৃদ্ধি হয়েছে তেমনি তার আকারও বেড়েছে। এছাড়াও বাজেটে আমাদের কিছু গুরুত্বপুর্ন খাতে অনেক কম খরচ করা হয় যার বরাদ্দ আরও বাড়ানো উচিত।
ড. সেলিম রায়হান জানান, আমাদের বাজেটের ৭৫ থেকে ৭৮ শতাংশের মত বাস্তবায়ন হয়। বাজেট বাস্তবায়নও একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এখন আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে বেশ কয়েকটি খাতের বাস্তবায়ন খুবই প্রয়োজন। সুতরাং গতানুগতিকভাবে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সক্ষমতার যে একটি অভাব রয়েছে, এ বছরের এই সময়ে আমাদের সেই সমস্যা থেকে বের হয়ে আসা খুবই জরুরি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষৎ পথ পরিক্রমা শিরোনামের নতুন বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এবং বর্তমান অর্থমন্ত্রীরও দ্বিতীয় বাজেট।
আনন্দবাজার/তা.তা