শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালে ব্যতিক্রমী বিয়ে!

মহামারির সময় ও থেমে নেই বিয়ে। তবে বর্তমান এই করোনাকালীন সময়ে বিয়ের বাজেটে ৫ শতাধিক দুস্থ মানুষের হাতে খাবার তুলে দিয়ে ব্যতিক্রমী বিয়ে করলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ এমদাদ হোসেন নাঈম।

গতকাল বুধবার (১০ জুন) বর সেজে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন তিনি। এসময় বিশ্বনাথ নতুনবাজার এলাকার বিভিন্ন বাসা-বাড়ির ৫ শতাধিক মানুষের ঘরে খাবার দেয়া হয়।

পরে স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নিয়ম মেনে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ছাড়াই বুধবার বিয়ের পিঁড়িতে বসেন নাঈম। তার এমন ব্যাতিক্রমী উদ্যোগে উপজেলার সর্বমহলে প্রশংসিত হন তিনি। এ বিষয়ে কথা হলে নাঈম জানায় বিয়েতে নানা আয়োজন থাকলেও করোনার কারণে তা পরিহার করেছি। বিয়ের বাজেটে দুস্থ মানুষের মধ্যে খাবার বিলিয়ে সেই আনন্দ উপভোগ করেছি।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  করোনা সন্দেহে শাশুড়িকে রাস্তায় ফেলে গেলেন পুত্রবধূরা

সংবাদটি শেয়ার করুন